
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে সপরিবারে যমুনায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি যমুনায় প্রবেশ করেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশের পর ৬টা ৫২ মিনিটে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন তিনি।
দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেষ্টার হোটেলে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সময় বিশেষ নিরাপত্তা দেয়ার জন্য ধন্যবাদ জানান।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।